তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়-১৯৯৮-১৯৭১ খ্রিস্টাব্দ।
জন্ম - ১৮৯৮ সাল।
সাহিত্য চর্চা-
- `পূর্নিমা '-পত্রিকায় প্রকাশিত `স্রোতের কুটো ' ও` উল্কা '--(১৩৩৪ বঙ্গাব্দ)
- `কল্লোল '-পত্রিকায় প্রকাশিত `রসকলি '--(১৩৩৪ বঙ্গাব্দ) গল্প তিনটির মধ্য দিয়ে সাহিত্য জগতে প্রবেশ।
- ক্ষযিশ্নু জমিদার পরিবারের সঙ্গে উঠতি ব্যবসায়ী পরিবারের মর্যাদা লাভের দ্বন্দ।
- রাঢ, অঞ্চলের অপরিচিত অন্ত্যজ মানুষের জীবন চিত্র।
- পরাধীন দেশকে স্বাধীন করার উদ্দ্যশ্যে বিভিন্ন বিপ্লববাদকে সমর্থনের ইঙ্গিত বহন।
১৯২৮-১৯৩১ সাল আইন অমান্য আন্দোলনের সক্রিয় কর্মী রূপে কারাবাস। এই সময়টি ছিল লেখক হিসাবে প্রস্তুতির সময়।
- `চৈতালী ঘূর্ণি '-(১৯৩১সাল )-প্রথম উপন্যাস। চৈত্র মাসের সামান্য ঘূর্ণি বৈশাখী ঝড়ের আগমনের সূচনার ইঙ্গিত বহন করে। সেই আলোকেই শ্রমিকদের ধর্মঘট্ ও পারস্পরিক দ্বন্দ্ব আগামীর বিশাল বিপ্লবের ইঙ্গিত বহন করে।এখানে আছে মাটি ও মনুষের প্রতি মমতা এবং জমিদার ও সংঘর্ষ চিত্র। জমিদারের অত্যাচারে কৃষক গ্রাম ত্যাগ করে শহরের কারখানার শ্রমিকে রুপান্তরিত হয়।
- `পাষানপুরী''-১৯৩৩
- 'ধাত্রীদেবতা '-১৯৩৯ সাল-উপন্যাসের নায়ক শিবনাথ জমিদার সন্তান। কিন্তু পিসিমা সবসময় তাকে জমিদারী আভিজাত্য থেকে সরে এনে দেশ প্রেমের ভাবনায় উদ্দীপ্ত করে।
- `কালিন্দী '-১৯৪০ সাল
- `গণদেবতা' -১৯৪২ সাল -
No comments