Poems of Niharika-নীহারিকার কবিতাগুলি
নীহারিকার কবিতাগুলি
আমরা জন্মাবার আগেও একটা পৃথিবী ছিল
তার ধ্বংসের কারণ অজ্ঞাত আজও
আধুকিকাতার আলোর ঝলকানিতে এটাও ধ্বংস হয়ে যাবে
বিকেলের পরন্ত রবি আজ অস্ত যায় নারীর স্তনে
অথচ হাজার হাজার বছর ধরেও যে শৃঙ্গ অন্ধকার ছিল-
যে হিমালয়ের অন্ধকার গিরিপথে কোনো এক পথিকের নিত্য আসাযাওয়া
আধুনিকতা দিল হাজারের নিমন্ত্রণ।
অন্ধকার !
সংসার -দেশ -পৃথিবী
হঠাত আলো
মানুষ তখন কীট - পতঙ্গ।
-নীহারিকা /০৩/১২/২০১৫
আর টাটকা খবরের কাগজ --
আজ সকালটাও তাই --ভেবেছিলাম একটা বড় খবর আসবে
আমাকে অবাক করে দেবে -নবীন ন্ক্ষত্র নীহারিকা
মিসেসকে চেঁচিয়ে ডাকব ''ওগো শুনছো ''
হয় না তেমন কিছু।
পার্টি - নেতা - দলাদলি।
একটা মাধ্যম চাই ''সত্যতা জানার জন্য ''.
তবুও মিথখে বলে না যোনির ক্ষত চিহ্ন।
--নীহারিকা
৭/১১/২০১৫
অনেকটা আধার পেড়িয়ে এসেছি
তোমায় দেখব বলে
সেই তুমি আগের মতোই -নিরব।
তুমি যেন কি বলবে?
আমারও অনেক কথা.............বাকী থেকে গেছে
বোঝাবুঝি বোঝা হয়ে দাড়ায়।
অথচ তোমার নিশ্বাস আমার নিশ্বাসের সাথে কথা বলে।
তবে কি বৃথা নয়
অন্ধকারে আলো
আমরা জন্মাবার আগেও একটা পৃথিবী ছিল
তার ধ্বংসের কারণ অজ্ঞাত আজও
আধুকিকাতার আলোর ঝলকানিতে এটাও ধ্বংস হয়ে যাবে
বিকেলের পরন্ত রবি আজ অস্ত যায় নারীর স্তনে
অথচ হাজার হাজার বছর ধরেও যে শৃঙ্গ অন্ধকার ছিল-
যে হিমালয়ের অন্ধকার গিরিপথে কোনো এক পথিকের নিত্য আসাযাওয়া
আধুনিকতা দিল হাজারের নিমন্ত্রণ।
অন্ধকার !
সংসার -দেশ -পৃথিবী
হঠাত আলো
মানুষ তখন কীট - পতঙ্গ।
-নীহারিকা /০৩/১২/২০১৫
রাবণ রাজ
এক একটা উত্তপ্ত দিন
বিষাদ বয়ে আনে
পথে পথে বারুদের ঘ্রাণ
অস্থি গুলি খেয়ে নেয় মৃত্তিকা
তবুও বেচে থাকে -
রূপকথার গল্পের দেশ।
বন্য মানব হাত ধরে টানে
বেদনার বাণে রামচন্দ্র করেছে পলায়ন
রাবণের ঢের দেখা মেলে
কম পরে রাজ সিংহাসন।
----- নীহারিকা /৮/১১/২০১৫
দাগ কেটে যায়
সূর্যটার ঘুম ভাঙতেই গরম চায়ে মনোনিবেশআর টাটকা খবরের কাগজ --
আজ সকালটাও তাই --ভেবেছিলাম একটা বড় খবর আসবে
আমাকে অবাক করে দেবে -নবীন ন্ক্ষত্র নীহারিকা
মিসেসকে চেঁচিয়ে ডাকব ''ওগো শুনছো ''
হয় না তেমন কিছু।
পার্টি - নেতা - দলাদলি।
একটা মাধ্যম চাই ''সত্যতা জানার জন্য ''.
তবুও মিথখে বলে না যোনির ক্ষত চিহ্ন।
--নীহারিকা
৭/১১/২০১৫
রাতগুলি-দিনগুলি
তোমায় দেখব বলে
সেই তুমি আগের মতোই -নিরব।
তুমি যেন কি বলবে?
আমারও অনেক কথা.............বাকী থেকে গেছে
বোঝাবুঝি বোঝা হয়ে দাড়ায়।
অথচ তোমার নিশ্বাস আমার নিশ্বাসের সাথে কথা বলে।
তবে কি বৃথা নয়
রাতগুলি-দিনগুলি।
-নীহারিকা
No comments