এক কাপ চা
নিঃসঙ্গতা
বন্ধুত্বের হাত বাড়িয়েছে বেশ
বিবর্তন পৃথিবীর এক প্রান্তে দাড়িয়ে
ছেলেবেলার স্বপ্নগুলো তাই খুজি।
ইটের দেওয়ালে বার্ধ্যক্যের চির-ধরে আছে
জমে থাকা পরিচয় টুকু মুখ লুকোয় তাতে
ধ্বংসের স্তূপ....
অনেক বসন্ত পর দু-মুঠো ফুল ছাড়িয়ে দিলাম
একদিন তুমি চলে গিয়েছিলে
হৃদয়টা ভাগ হয়নি তবুও।
অসহায় একাকিত্বের কাছে
অন্তিম আশ্রয়ের খোঁজে অনাহুত প্রাণটি
আগলে রেখেছিল একটা মৃত ভাবনার নাম।
সময় চলে যায় বহতা নদীর মতো
'এক কাপ চা ' আমাকে ভাবায়।
-আবু সহিদ রহমান /০২/১২/২০১৫
No comments