হাতছানি
উন্মুক্ত রেগিস্তানের মাঝে,
ফানিমনাসার নিবিড় আলিঙ্গনে-
অপার দৃষ্টিপথের অগ্নিসজ্জায়,
তোমার ক্ষুধার্ত আত্মার নিরব হাতছানি।
সাহারার নির্বাক উষ্ণতার চেয়েও গভীর
তোমার অদৃশ্য উপস্থিতি-
আমাকে অস্থির করে তোলে,
আবার আসে শ্রাবন।
প্রেতাত্মার পথে আলো হাতে,
খুঁজে চলি তোমায়-
তোমার বিলুপ্তপ্রায় পদচিহ্ন,
অরক্ষিত চিরশয্যার পাশে,
বার বার ছুটে আসি অন্ধকার এই কবরখানায়,
ক্ষয়িষ্ণু পাজর আর ভগ্ন কঙ্কালে ভর দিয়ে -
তোমারই তো আসবার কথা
নাকি আমার ছিল যাওয়ার ?
-জামিনুর রহমান।
উন্মুক্ত রেগিস্তানের মাঝে,
ফানিমনাসার নিবিড় আলিঙ্গনে-
অপার দৃষ্টিপথের অগ্নিসজ্জায়,
তোমার ক্ষুধার্ত আত্মার নিরব হাতছানি।
সাহারার নির্বাক উষ্ণতার চেয়েও গভীর
তোমার অদৃশ্য উপস্থিতি-
আমাকে অস্থির করে তোলে,
আবার আসে শ্রাবন।
প্রেতাত্মার পথে আলো হাতে,
খুঁজে চলি তোমায়-
তোমার বিলুপ্তপ্রায় পদচিহ্ন,
অরক্ষিত চিরশয্যার পাশে,
বার বার ছুটে আসি অন্ধকার এই কবরখানায়,
ক্ষয়িষ্ণু পাজর আর ভগ্ন কঙ্কালে ভর দিয়ে -
তোমারই তো আসবার কথা
নাকি আমার ছিল যাওয়ার ?
-জামিনুর রহমান।
No comments