Breaking News

Today Indian Politics

Today Indian Politics

  • দেশকে যারা ভালবাসে কঠিন সময়ের কালে তারা দেশ ত্যাগ করে না বরং বিপদ কাটিয়ে ওঠার রাস্তা খোঁজে এবং খোঁজায়। গ্রামের একটা সদয় ভিক্ষুক হাজার নিষ্ঠুর ধনবানের  থেকে উত্তম।কেননা ধনবানের তুলনায় বিক্ষুকের প্রাণ হারানোর ভয় অনেক কম। 
  •  ধর্মের সৃষ্টি; যাতে পৃথিবীর মানুষ্ শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে চলতে পারে। কিন্তু কিছু সংখ্যক রাজনৈতিক দলের রঙে ধর্ম আজ পৃথিবীর উন্নয়ণের পথে বড় অন্তরায়। 
  • অপরাধীকে শাস্তি দিতে গিয়ে ধর্মকে টেনে আনা ভারতে আজকাল একটা ফ্যাশন হয়ে দাড়িয়েছে। 
  • যারা সঠিক ধর্ম মানে তারা অপরাধ করতে পারে না। কিন্তু বেশির ভাগ অপরাধী ধর্মকে আশ্রয় করে বেছে থাকে এবং ধর্মকে অস্ত্র হিসাবে ব্যবহার করে দেশ ভাঙে। 
  • ভারত তথা পৃথিবীতে শান্তি বজায় রাখতে অবিলম্বে ধর্ম-রাজনীতি ও অপরাধীকে আলাদা ভাবে দাড় করাতে হবে। এই মুহুর্তে দাড়িয়ে এটা আমার মনে হচ্ছে। নইলে আগামীর রাস্তায় আমি ধোয়াশা দেখছি।  

No comments