Bibhutibhushan Bandoapadyay
বিভুতিভূষণ বন্দ্যোপাধায় -১৮৯৪-১৯৫০ খ্রিস্টাব্দ
- লেখকের জন্ম -নদীয়া জেলার ঘোষপাড়া মুরতিপুর গ্রাম। মায়ের বাড়িতে। পৈত্রিক নিবাস ২৪ পরগনা জেলার ব্যারাকপুর গ্রাম। পিতা-মহানন্দ মাতা-মৃণালিনী দেবী।
- সাহিত্য জীবন - প্রথম ছোটো গল্প-``উপেক্ষিতা ''-১৩২৮ বঙ্গাব্দ -``প্রবাসী'' পত্রিকা।

কাব্যটির ৩ টি অংশ -
- ব্ল্লালীবলাই -অপুর পূর্ব বংশের পরিচয়।
- আম আটির ভেঁপু-অপুর গ্রাম্য জীবনের আলোচনা।
- অক্রুর সংবাদ-দিদিকে হারিয়ে পিতা-মাতার সঙ্গে কাশি যাত্রা।
- বাংলার প্রকৃতির বর্ণনা।
- গ্রাম্য মানব জীবনের বিচিত্ররূপ।
- শিশু মনের কল্পনাচরিতা।
আরণ্যক - প্রকাশকাল ১৯৩৯সাল।
সত্যচরণ স্কুল মাস্টারের চাকরি খুইয়ে কলকাতায় আসে এবং ধনী জমিদার বন্ধুর ম্যানেজার পদে যোগ দেয়। উত্তর বাংলা ও বিহারের সীমানায় গঙ্গার ধারে জঙ্গল মহলের জমি , জমিহীন লোকেদের মধ্যে জমি বিলির জন্য সত্যচরণ সেখানে যায়।জনগণ অরণ্য ধ্বংস করে বসতি স্থাপন শুরু করে। সত্যচরণ অরণ্য ধ্বংসের জন্য নিজেকে দায়ী মনে করে।
যে কারণে উপন্যাসটি বিখ্যাত -
যে কারণে উপন্যাসটি বিখ্যাত -
- বনাঞ্চলের নৈসর্গীক দৃশ্য সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
- উপন্যাসের কাহিনীর মধ্যে রয়েছে অরণ্যবাসী মানুষের ছোট ছোট ঘটনার প্রবাহ ধারা।
- নৃত্য শিল্পী বালক ধাতুরিয়া তরুণী ভানুমতী সাঁওতাল রাজ ধব্রু পান্না -চরিত্রগুলি অরণ্যের জীব-জন্তুর মতই সহজ সরল।
- বোমাইবুরুর জঙ্গলে -অল্প বয়সী জিনপরী -`ডামাবানু। মহিষের দেবতা -`টারবারো' প্রভৃতি লোকদেবতার কল্পনা সুন্দর।
- লেখক ভূমিকায় বলেছেন ``ইহা ভ্রমণবৃতান্ত বা ডায়েরী নহে ,উপন্যাস। ''-কিন্তু আঙ্গিকের দিকে লক্ষ্য করলে দেখা যায় ইহা -ডায়েরী ,ভ্রমণকথা ও আত্ম - জীবনী মূলক উপন্যাসের মিশ্রণ।
`ইছামতী' - ১৯৫০ সালে প্রকাশ।কয়েকটি চরিত্র হল-
- ব্যবসায়ী লালু পাল
- গ্রাম্য বধূ তুলসী
- কুঠির কর্মচারী প্রসন্ন চক্রবতী।
- `ইছামতি' নদীর সাথে সম্পর্ক যুক্ত একটি কাহিনির মধ্য দিয়ে একটি বিশেষ কাল-১৮৬৩-৬৪-র আর্থ -সামাজিক অবস্থা তুলে ধরেছেন।
- আঙ্গিক নির্মাণের একটি গঠনগত দিক হল -উপন্যাসটিতে কোনো পরিচ্ছদ বিভাগ নেই।
- ঐতিহাসিক ঘটনার সহিত যুক্ত তিতুমীর ,ঝাঁসীর রানী লক্ষ্মীবাঈ,লর্ড মেয়ো ,ছোটলাট স্যার উইলিয়াম গ্রে চরিত্র প্নম এখানে রয়েছে। আবার নীলবিদ্রোহ।,পাঠান কর্তৃক লর্ড মেয়ো হত্যা ,স্যার জন লরেন্সের জাহাজডুবি,গ্রাম অঞ্চলে রেললাইন স্থাপন প্রভৃতি ঘটনা রয়েছে।
- লোকসংস্কৃতির চিহ্ন হিসেবে গান ও প্রবাদ প্রবচন লক্ষ্য করা যায়।
চাঁদের পাহাড় -১৯৩৭
এটি শিশুসাহিত্য মূলক রচনা। আফ্রিকার জঙ্গলে নায়ক
অনান্য উপন্যাস -
- আদর্শ হিন্দু হোটেল -১৯৪০
- বিপিনের সংসার -১৯৪১
- দেবযান -১৯৪৪
- অথৈ জল-১৯৪৭
- অশনি সংক্ষেত -১৯৫৯ প্রভৃতি।
ভ্রমণ কাহিনী
- অভিযাত্রিক -১৯৪১
- বনেপাহাড়ে -১৯৪৫
ডায়েরি /দিনলিপি
- হে অরণ্য কথা কও -১৯৪৮
No comments