Life Science-All Classes
Lession
১.জীবদেহে রেচনের তিনটি গুরুত্ব লেখ।
অথবা -প্রাণীদেহে রেচনের তিনটি গুরুত্ব লেখ।
উত্তর -রেচনের প্রয়োজনীয়তা :-
অথবা -প্রাণীদেহে রেচনের তিনটি গুরুত্ব লেখ।
উত্তর -রেচনের প্রয়োজনীয়তা :-
- রেচন ক্রিয়ার মাধ্যমে জীবদেহের অপ্রয়োজনীয় ক্ষতিকারক পদার্থগুলি অপসারিত হয়,ফলে জীবদেহ সুস্থ ও স্বাভাবিক থাকে।
- রেচন ক্রিয়ার মাধ্যমে অতিরিক্ত জল জীবদেহের বাইরে নির্গত হয়। ফলে জীবদেহে জলের ভারসাম্য বজায় থাকে।
- কোষে বিপাকীয় ক্রিয়ায় উত্পন্ন দূষিত পদার্থের অপসারণ ঘটে রেচন ক্রিয়ার সাহায্যে ,ফলে কোষের বিভিন্ন বস্তুর মধ্যে সমতা বজায় থাকে বিপাকীয় ক্রিয়াগুলি স্বাভাবিকভাবে চলতে থাকে।
- উদ্ভিদের বিভিন্ন রেচন পদার্থ থেকে মানুষ উপকৃত হয় (উদ্ভিদ ).
২.উদ্ভিদের যে কোনো তিনটি নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের নাম ও তাদের উত্স উল্লেখ কর।
উত্তর-
রেচন পদার্থ -কুইনাইন ডাটুরিন রেসারপিন নিকোটিন ক্যাফিন
উত্স -সিঙ্কোনা গাছের ছাল,ধুতুরা গাছের পাতা ও ফল ,সর্পগন্ধা গাছের মূল ,তামাক গাছের পাতা ,কফি গাছের বীজ
অর্থকরী গুরুত্ব -ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় ,হাঁপানি উপশমকারী ওষুধ তৈরি হয় ,উচ্চরক্তচাপ কমানোর ওষুধ তৈরি হয়,মাদকদ্রব্য হিসেবে ব্যবহত হয় ,ব্যথা-বেদনার উপশমকারী ওষুধ তৈরি হয়
উত্স -সিঙ্কোনা গাছের ছাল,ধুতুরা গাছের পাতা ও ফল ,সর্পগন্ধা গাছের মূল ,তামাক গাছের পাতা ,কফি গাছের বীজ
অর্থকরী গুরুত্ব -ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় ,হাঁপানি উপশমকারী ওষুধ তৈরি হয় ,উচ্চরক্তচাপ কমানোর ওষুধ তৈরি হয়,মাদকদ্রব্য হিসেবে ব্যবহত হয় ,ব্যথা-বেদনার উপশমকারী ওষুধ তৈরি হয়
৩.উদ্ভিদের যে কোনো দুটি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের নাম, উত্স এবং একটি করে অর্থকরী গুরুত্ব লেখ।
রেচন পদার্থ -গদ তরুক্ষীর
উত্স (উদ্ভিদ )-বাবলা,আমড়া ,শিরীষ,সজিনা,জিয়োল,ইত্যাদি রবার,বট,আকন্দ,কলা,পেঁপে,করবী,মনসা কাঁঠাল,শিয়াল কাটা
অর্থকরী /ব্যবহারিক গুরুত্ব -আঠা হিসাবে বই বাঁধাই ও কাঠশিল্পে ,ছাপার কালি ও ওষুধ তৈরিতে রবার গাছের তরুক্ষীর থেকে বানিজ্যিক রবার প্রস্তুত করা হয়।
উত্স (উদ্ভিদ )-বাবলা,আমড়া ,শিরীষ,সজিনা,জিয়োল,ইত্যাদি রবার,বট,আকন্দ,কলা,পেঁপে,করবী,মনসা কাঁঠাল,শিয়াল কাটা
অর্থকরী /ব্যবহারিক গুরুত্ব -আঠা হিসাবে বই বাঁধাই ও কাঠশিল্পে ,ছাপার কালি ও ওষুধ তৈরিতে রবার গাছের তরুক্ষীর থেকে বানিজ্যিক রবার প্রস্তুত করা হয়।
No comments