Bengali Grammar
...................................................................................................................................................................
Bengali Grammar
.................................................................................................................................................................
বিভিন্ন প্রকার শব্দ
- ধ্বন্যাত্মক শব্দ -কোনো একটি শব্দকে জোর দেওয়া বোজায়।
- অনুকার শব্দ- একটি শব্দকে অনুকরণ করে আর একটি শব্দকে টেনে নেওয়া হয়। যার প্রথম অংশ অর্থবহ এবং দ্বিতীয় অংশ অর্থহীন।
- শব্দদ্বৈত্য -ভাবের বৈচিত্র বাড়াতে একই শব্দের দুইবার ব্যবহার করা।
উদাহরণ - লেখা-লেখি ,জানা-জানি-ভিন্নমুখী দ্বিযুক্ত শব্দদ্বৈত।
উদাহরণ - আশা-আকাংখ্যা ,মামলা মোকদ্দমা -সমার্থক শব্দদ্বৈত।
- জোড়কলম শব্দ -কলমের জোরে দুটি শব্দ থেকে অংশ কেটে-কুটে একটি শব্দে পরিণত করা।
- উদাহরণ -
- সংকর শব্দ -দুটি গোটা শব্দ যুক্ত হওয়া।
..................................................................................................................................................................
No comments