ভোরের কাছাকাছি
কিছু কষ্ট থাক নিজের কাছে
ভালোবাসাকে দিলাম সুখের খোলা আকাশ
তুমি কে ?
রাজশ্রী-রাতপরী কিংবা অপ্সরা
তবুও ধরা দেবে-
তোমার আকাশ আর আমার মাটির পৃথিবী
তোমার বাস্তবতা আমার কল্পনা
কখনো গল্প হবে না জেনেও
অনেক গল্প বানিয়ে নিয়েছিলে।
আমার আড়ালে অনেকটা খোলা পৃথিবী
হয়তো আরো একটি গল্প তৈরি হবে..
No comments